সিদ্দিক উপাধি

সিদ্দিক উপাধি : আবু বকরকে রাসুল (স) সিদ্দিক উপাধিতে ভূষিত করেন কেন?

হযরত আবু বকর (রা) কে রাসুল (স) সিদ্দিক উপাধি তে ভূষিত করেন কেন?
রাসূল (স)-এর মিরাজের (উর্ধ্বগমন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য) কথা শােনামাত্র বিশ্বাস স্থাপন করার কারণে রাসুল (স) হযরত আবু বকর (রা) কে সিদ্দিক উপাধি তে ভূষিত করেন। হযরত আবু বকর (রা) রাসুল (স)-এর জীবনসহচর ও ইসলামের একনিষ্ঠ সেবক ছিলেন। নেতৃস্থানীয় ও বয়স্ক পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি রাসুল (স)-এর মিরাজ গমনের কথা শােনামাত্র নির্দ্বিধায় বিশ্বাস করেন। এ জন্যই রাসুল (স) তাকে ‘সিদ্দিক’ বা বিশ্বাসী উপাধিতে (সিদ্দিক উপাধি) ভূষিত করেন।

 

আরো জানুন:

 জ্ঞানের দরজা : হযরত আলী (রা) কে জ্ঞানের দরজা বলা হয় কেন?

বায়তুল মাল বলতে কী বােঝায়? বায়তুল মাল কে প্রতিষ্ঠা করেন?

জুন্নুরাইন বলতে কী বােঝায়? হযরত ওসমান (রা) কে জুন্নুরাইন বলা হয় কেন?

উষ্ট্রের যুদ্ধ কী? ইসলামের ইতিহাসে উষ্ট্রের যুদ্ধ কেন সংঘটিত হয়েছিলো?

হযরত ওমর (রা) এর কেন্দ্রীয় শাসনব্যবস্থা ও বায়তুল মাল প্রতিষ্ঠা ।

হযরত ওমর (রা) এর প্রাদেশিক শাসনব্যবস্থা।

দিউয়ান : হযরত ওমর (রা) এর দিউয়ান ও রাজস্ব প্রশাসন।

খালিদ বিন ওয়ালিদ ইতিহাসে বিখ্যাত কেন? ইসলামের ইতিহাস ।

ভণ্ডনবি কারা? ইসলামের ইতিহাসে Apostasy Movement বলতে কী বোঝায়?

ত্রাণকর্তা : হযরত আবু বকর (রা) কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

ফারুক উপাধি : হযরত ওমর (রা) কে ফারুক উপাধি দেওয়া হয়েছিল কেন?

  মজলিস উস শুরা বলতে কী বোঝায় ,মজলিস উস আম ও মজলিস উস খাস ।

 জিজিয়া কী? ইসলামি রাষ্ট্রে জিজিয়া কেন প্রবর্তন করা হয়েছে?

 জামিউল কুরআন : হযরত ওসমান (রা) কে জামিউল কুরআন বলা হয় কেন?

গণি উপাধি : ২য় ইসলামের খলিফা হযরত ওসমান (রা) কে গণি বলা হয় কেন?

হযরত ওসমান (রা) কীভাবে পানীয় জলের অভাব দূর করেন?

See also  খালিদ বিন ওয়ালিদ ইতিহাসে বিখ্যাত কেন? ইসলামের ইতিহাস ।

শিয়া কারা? ইসলামের ইতিহাসে শিয়া বলতে কাদেরকে বোঝায়?

খারেজি সম্প্রদায় : ইসলামের ইতিহাসে খারেজী সম্প্রদায়ের উৎপত্তির কারণ কী?

পারস্য বিজয় : মুসলিমদের পারস্য বিজয় ও পারস্যে ওমর (রা)-এর খিলাফত।

খুলাফায়ে রাশেদীন বলতে কী বােঝায় ? খুলাফায়ে রাশেদীন কারা ?

খিলাফত প্রতিষ্ঠা করা হয় কেন?

ওমর রা. আবু বকর রা. কে প্রথম খলিফা হিসেবে নির্বাচিত করতে চাইলেন কেন?

হযরত আবু বকর (রা) কে রাসুল (স) সিদ্দিক উপাধিতে ভূষিত করেন কেন?

রিদ্দার যুদ্ধ সংঘটিত হয়েছিল কেন?

স্বধর্মত্যাগী আন্দোলন বলতে কী বােঝায়?

বাইজেন্টাইন শহর : বাইজান্টাইন অঞ্চলে ওমর (রা)-এর খিলাফত সম্প্রসারণ।

খালিদ ইবনে ওয়ালিদ : ইসলামের সেবায় খালিদ ইবনে ওয়ালিদের অবদান ।

উসমান (রা.) এর শাহাদাতের কারণ ও ফলাফল আলােচনা কর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *