স্বধর্মত্যাগী আন্দোলন বলতে কী বােঝায়?

স্বধর্মত্যাগী আন্দোলন বলতে কী বােঝায়?
স্বধর্মত্যাগী আন্দোলন বলতে ভণ্ডনবিদের বিরুদ্ধে হযরত আবু বকর (রা)-এর পরিচালিত যুদ্ধকে বােঝায় । মহানবী (স)-এর পরলােকগমনের পর গােত্রের পর গােত্র ইসলাম ধর্ম ত্যাগ করে তাদের আগের ধর্মে ফিরে যেতে থাকে। এছাড়া এসময় কিছু সংখ্যক গােত্রপ্রধান নবুয়তকে একটি লাভজনক পেশা মনে করে নিজেদেরকে নবি ঘােষণা করে। এদের মিথ্য বক্তব্যে সমাজে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং রাজনৈতিক কর্তৃত্ব ও ইসলাম ধর্মের নেতৃত্ব নিয়ে চরম সংকট তৈরি হয়। এ চরম সংকটময় মুহর্তে হযরত আবু বকর (রা) খিলাফতের দায়িত্ব গ্রহণ করে এসব ভণ্ডনবি ও স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ ঘােষণা করেন। এ যুদ্ধই ইসলামের ইতিহাসে রিদ্দার যুদ্ধ বলে খ্যাত।

See also  আবুল আব্বাস আস সাফফাহ (রক্তপিপাসু) এর পরিচয়, চরিত্র ও কৃতিত্ব ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *