জামিউল কুরআন : হযরত ওসমান (রা) কে জামিউল কুরআন বলা হয় কেন?

হযরত ওসমান (রা) কে জামিউল কুরআন বা কুরআন সংকলনকারী বলা হয় কেন?

বিশেষ কমিটি গঠন করে বিশেষ সতর্কতার সাথে কুরআন সংকলনের জন্য ওসমান (রা)কে জামিউল কুরআন বলা হয়। আল কুরআন সংকলন খলিফা ওসমান (রা)-এর একটি অক্ষয় কীর্তি। ওসমান (রা)-এর খিলাফতকালে তার সাম্রাজ্যের বিভিন্ন স্থানে কুরআন পাঠের উচ্চারণভঙ্গির পার্থক্য দেখা দেয়। এ পার্থক্য দূর করার জন্য ৬৫১ খ্রিষ্টাব্দে তিনি জায়েদ বিন সাবিতের নেতৃত্বে এক কমিটি গঠন করেন। এ কমিটি খলিফা ওমরের (রা) কন্যা বিবি হাফসার কাছে সংরক্ষিত কুরআনের মূল পাণ্ডুলিপি থেকে একটি বিশুদ্ধ কুরআন সংকলন করেন। মূল কপির সাতটি অনুলিপি তৈরি করে ওসমান (রা) সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন এবং অন্য কপিগুলাে পুড়িয়ে ফেলেন। তার এই কীর্তির জন্য ইসলাম বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

See also  আবুল আব্বাস আস সাফফাহ (রক্তপিপাসু) এর পরিচয়, চরিত্র ও কৃতিত্ব ।

1 thought on “জামিউল কুরআন : হযরত ওসমান (রা) কে জামিউল কুরআন বলা হয় কেন?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *