ফারুক উপাধি : হযরত ওমর (রা) কে ফারুক উপাধি দেওয়া হয়েছিল কেন?

হযরত ওমর (রা) কে ফারুক উপাধি দেওয়া হয়েছিল কেন?

সত্য-মিথ্যার পার্থক্য নির্ণয়ের বিচক্ষণতা থাকায় ওমর (রা)কে ফারুক উপাধি দেওয়া হয়েছিল। ইসলাম গ্রহণের পূর্বে হযরত ওমর (রা) ইসলামের ঘাের শত্রু ছিলেন। প্রচণ্ড ইসলামবিদ্বেষী হিসেবে তিনি ৬১৬ খ্রিষ্টাব্দে মহানবি (স) কে হত্যার দায়িত্ব নিয়ে খােলা তরবারি হাতে তার উদ্দেশ্যে রওনা হন। পথে জানতে পারেন যে, তার বােন
ফাতিমা ও ভগ্নিপতি সাঈদ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এ সংবাদ শুনে তিনি তাদের শাস্তি প্রদান করতে বােনের বাড়িতে যান। কিন্তু বােনের কন্ঠে সূরা ত্বহার তেলাওয়াত শুনে ইসলামের মর্মবাণী বুঝতে পেরে ৩৩ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ও পৌত্তলিকতার মধ্যকার পার্থক্য বুঝতে পারায় মহানবি (স) তাঁকে ‘ফারুক’ বা ‘সত্য-মিথ্যার প্রভেদকারী’ উপাধিতে ভূষিত করেন।

See also  জাবালুত তারিক বলতে কী বোঝায়? এর সংক্ষিপ্ত বর্ণনা দাও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *