মজলিস উস শুরা বলতে কী বোঝায় ,মজলিস উস আম ও মজলিস উস খাস ।

মজলিস-উস-শুরা বলতে কী বোঝায় , আর মজলিস উস আম ও মজলিস উস খাস কী?

মজলিস উস শুরা ইসলামি রাষ্ট্রব্যবস্থার একটি মন্ত্রণাপরিষদ। প্রাক-ইসলামি যুগের দারুল নাদওয়ায় বয়ােজ্যেষ্ঠ পরিষদের অনুকরণে রাসুল (স) একটি পরামর্শব্যবস্থা চালু রাখেন। পরবর্তী সময়ে হযরত আবু বকর (রা)ও সেটি অনুসরণ করেন। হযরত ওমর (রা) এ ব্যবস্থা আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করেন। কারণ তিনি সব সময় বলতেন, পরামর্শ ছাড়া খিলাফত চলতে পারে না। এ গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ উদ্বুদ্ধ হয়ে তিনি জনগণের সুযােগ-সুবিধা নিশ্চিতকরণ এবং স্বচ্ছভাবে শাসনকার্য পরিচালনার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মন্ত্রণাপরিষদ গঠন করেন, যা মজলিস উস শুরা নামে পরিচিত। এটি মজলিস উস আম ও মজলিস উস খাস এ দু ভাগে বিভক্ত ছিল।

See also  মাওয়ালি নীতি বলতে কী বােঝায়? কোন খলিফা মাওয়ালি নীতি বাদ করে দেন?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *