শিয়া কারা? ইসলামের ইতিহাসে শিয়া বলতে কাদেরকে বোঝায়?

শিয়া কারা? ইসলামের ইতিহাসে শিয়া বলতে কাদেরকে বোঝায়?

ইসলামের ইতিহাসে ‘ শিয়া ’ বলতে মহানবি (স)-এর জামাতা আলী (রা)-এর সমর্থকদের সমন্বয়ে গঠিত দলকেই বােঝায় । ‘শিয়া’ হচ্ছে সেই গােষ্ঠী যারা একমাত্র মহানবি (স)-এর গােত্রভুক্ত। বিশেষ করে মুহাম্মদ (স)-এর কন্যা ফাতিমা এবং তার স্বামী আলীর অনুসারী। ইসলামে ‘খিলাফত’ ও ‘ইমামত’ প্রশ্নে যে দুটি দলের সৃষ্টি হয়েছিল তাদের মধ্যে যারা হযরত আলী (রা)-কে সমর্থন করে রাজনৈতিকভাবে সংঘটিত হয়েছিল তারাই ‘শিয়া’।

See also  গণি উপাধি : ২য় ইসলামের খলিফা হযরত ওসমান (রা) কে গণি বলা হয় কেন?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *