খালিদ বিন ওয়ালিদ

খালিদ বিন ওয়ালিদ ইতিহাসে বিখ্যাত কেন? ইসলামের ইতিহাস ।

খালিদ বিন ওয়ালিদ ইতিহাসে বিখ্যাত কেন?

দক্ষ ও সুকৌশলী বীর সেনাপতি হিসেবে খালিদ বিন ওয়ালিদ ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। প্রাথমিক জীবনে কুরাইশদের সেনাপতি হিসেবে যুদ্ধ করলেও হুদায়বিয়ার সন্ধির (৬২৮ খ্রি.) পর খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেন। এরপর রাসুল (স)-এর সময়ে হুনায়ুনের যুদ্ধ, তায়েফ বিজয়, তাবুক অভিযানে দক্ষতার সাথে যুদ্ধ করে তিনি ইসলামের বিজয় ত্বরান্বিত করেন। তাছাড়া রাসুল (স)-এর মৃত্যুর পর ইয়ামামার যুদ্ধে বীরবিক্রমে যুদ্ধ করে তিনি ভণ্ড নবিদের শায়েস্তা করেন। এছাড়া জীবিত থাকা পর্যন্ত তিনি ইসলামের সকল যুদ্ধে অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে এনেছেন। ইসলামের খেদমতে বীরত্বপূর্ণ অবদানের জন্যই তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন।

See also  খিলাফত প্রতিষ্ঠা করা হয় কেন?

3 thoughts on “খালিদ বিন ওয়ালিদ ইতিহাসে বিখ্যাত কেন? ইসলামের ইতিহাস ।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *