কারবালার হত্যাকাণ্ড কে বিষাদময় ঘটনা বলা হয় কেন?
কারবালার হত্যাকাণ্ড এ অত্যন্ত নিষ্ঠুরভাবে নবি করিম (স)-এর দৌহিত্র ইমাম হােসেনের শিরচ্ছেদ করা হয়। তাই এ হত্যাকাণ্ডকে বিষাদময় ঘটনা বলা হয়। ৬০ হিজরির ১০ মহররম কারবালার প্রান্তরে ইমাম হােসেনের বাহিনী ও ইয়াজিদের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। ইয়াজিদ বাহিনী ফোরাত নদীর পাড় দখল করে ইমাম হােসেনের শিবিরকে পানি থেকে বঞ্চিত করে। ফলে পানির অভাবে ইমাম শিবিরে হাহাকার শুরু হয়। ইমাম হােসেন নিজপুত্র শিশু আসগরকে নিয়ে ফোরাত নদীতে পানির জন্য গেলে আসগর শরবিদ্ধ হয়ে মারা যায়। পরে পাপিষ্ঠ সীমার অনেক কষ্ট দেওয়ার পর তরবারি দ্বারা ইমাম হােসেনের শিরচ্ছেদ করে। নবি করিম (স)-এর দৌহিত্রের এ নির্মম হত্যাকাণ্ডকে তাই বিষাদময় ঘটনা বলা হয়।
আরো জানুন:
উমাইয়া খিলাফত
ওমর বিন আবদুল আজিজ কে পঞ্চম ধার্মিক খলিফা বলা হয় কেন?
উমাইয়া সাধু বলতে কী বােঝায়? কোন খলিফাকে উমাইয়া সাধু বলা হয়?
মাওয়ালি নীতি বলতে কী বােঝায়? কোন খলিফা মাওয়ালি নীতি বাদ করে দেন?
আব্বাসি আন্দোলন
আব্বাসি আন্দোলন ও উমাইয়াবিরোধী তৎপরতা, সেই সাথে তাদের পরিচয় ।
আবুল আব্বাস আস সাফফাহ (রক্তপিপাসু) এর পরিচয়, চরিত্র ও কৃতিত্ব ।
খলিফা আবু জাফর আল মনসুর এর (৭৫৪-৭৭৫ খ্রি.) পরিচয়, চরিত্র ও কৃতিত ।
খলিফা আবদুল মালিক এর পরিচিতি, খিলাফত, সাম্রাজ্য সুদৃঢ়ীকরণ ও সম্প্রসারণ
রাজেন্দ্র: খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র (’Father of kings’) বলা হয় কেন?
খলিফা আব্দুল মালিকের চরিত্র ও কৃতিত্ব। উমাইয়া খিলাফতের পঞ্চম খলিফা….
আবদুল মালিকের শাসননীতি ও সংস্কার। দিউয়ানুল রাসায়েল |