রাজেন্দ্র: খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র (’Father of kings’) বলা হয় কেন?

রাজেন্দ্র: খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র (’Father of kings’) বলা হয় কেন?

খলিফা আবদুল মালিক ছিলেন প্রথম মারওয়ানের পুত্র। তিনি ছিলেন উমাইয়া বংশের পঞ্চম খলিফা। উল্লেখ্য, ইয়াজিদের পর ৬৮৩ খ্রিষ্টাব্দে তার পুত্র দ্বিতীয় মুয়াবিয়া উমাইয়া খিলাফত লাভ করেন। তিনি ছিলেন উমাইয়া বংশের শেষ খলিফা। তার স্বল্পকালীন শাসনামলের পর হাকামের পুত্র মারওয়ান ৬৮৪ খ্রিষ্টাব্দে উমাইয়া সিংহাসনে আরোহণ করেন। মারওয়ানের সিংহাসনে আরােহণের মধ্য দিয়ে উমাইয়া খিলাফতে ‘হারবীয়’ বা ‘মারওয়ানি’ শাখার রাজত্বের সূচনা ঘটে। ৬৮৫ খ্রিষ্টাব্দে মারওয়ান মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি নিজ পুত্র আবদুল মালিককে উত্তরাধিকারী মনােনীত করে যান। ৬৮৫ খ্রিষ্টাব্দে আবদুল মালিক দামেস্কের উমাইয়া সিংহাসনে আরােহণ করেন। খলিফা দ্বিতীয় মুয়াবিয়া ও প্রথম মারওয়ানের সংক্ষিপ্ত শাসনকাল রাজনৈতিকভাবে উল্লেখযােগ্য ছিল না। এরপর আব্দুল মালিক সিংহাসনে আরােহণ করে উমাইয়া বংশের শাসন সুদৃঢ় করেন। এজন্য তাকে উমাইয়া বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। সৈয়দ আমীর আলীর মতে, তিনি উৎসাহী, ষড়যন্ত্রে সিদ্ধহস্ত এবং ধর্মভয় বিবর্জিত ছিলেন। স্বীয় ক্ষমতা সুদৃঢ় করার জন্য তিনি অসাধারণ দক্ষতার সাথে আত্মনিয়ােগ করেন। খলিফা আবদুল মালিককে রাজেন্দ্র  বা ’Father of kings বল। কেননা তার চার পুত্র পরবর্তী সময়ে উমাইয়া সিংহাসনে আরােহণ করেছিলেন। পি. কে. হিট্টি বলেন, আবদুল মালিক, তার উত্তরাধিকারী চারপুত্রের শাসনামলে দামেস্ক শৌর্যবীর্য ও গৌরবের চরম শিখরে আরােহণ করে।

 

আরো জানুন: আব্বাসি আন্দোলন ও উমাইয়াবিরোধী তৎপরতা, সেই সাথে তাদের পরিচয় ।

আবুল আব্বাস আস সাফফাহ (রক্তপিপাসু) এর পরিচয়, চরিত্র ও কৃতিত্ব ।

খলিফা আবু জাফর আল মনসুর এর (৭৫৪-৭৭৫ খ্রি.) পরিচয়, চরিত্র ও কৃতিত ।

See also  খলিফা আবদুল মালিক এর পরিচিতি, খিলাফত, সাম্রাজ্য সুদৃঢ়ীকরণ ও সম্প্রসারণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *