আশীর্বাদের চাবি : খলিফা সুলাইমানকে আশীর্বাদের চাবি বলা হয় কেন?
ইরাকের বন্দিদের মুক্তিদানের জন্য খলিফা সুলায়মানকে আশীর্বাদের চাবি বলা হয় । উমাইয়া শাসনামলে হাজ্জাজ বিন ইউসুফ কুফা ও বসরায় ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা)-এর অনুসারীদের বিদ্রোহ দমন করে ইরাকের শাসনকর্তা নিযুক্ত হন। এ সময় তিনি ইরাকের হাজার হাজার মানুষকে কারাগারে নিক্ষেপ করেন । খলিফা সুলায়মান ক্ষমতায় আরােহণের পর হাজ্জাজের বন্দিকৃত কয়েদিদের মুক্ত করে দেন। এ কারণে তাকে আশীর্বাদের চাবি বলা হয়।
আরো জানুন:
উমাইয়া খিলাফত
উমাইয়াদের পতন:খলিফাদের সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাবকে পতনের কারণ
কারবালার হত্যাকাণ্ড কে বিষাদময় ঘটনা বলা হয় কেন?
ওমর বিন আবদুল আজিজ কে পঞ্চম ধার্মিক খলিফা বলা হয় কেন?
উমাইয়া সাধু বলতে কী বােঝায়? কোন খলিফাকে উমাইয়া সাধু বলা হয়?
মাওয়ালি নীতি বলতে কী বােঝায়? কোন খলিফা মাওয়ালি নীতি বাদ করে দেন?
আব্বাসি আন্দোলন
আব্বাসি আন্দোলন ও উমাইয়াবিরোধী তৎপরতা, সেই সাথে তাদের পরিচয় ।
আবুল আব্বাস আস সাফফাহ (রক্তপিপাসু) এর পরিচয়, চরিত্র ও কৃতিত্ব ।
খলিফা আবু জাফর আল মনসুর এর (৭৫৪-৭৭৫ খ্রি.) পরিচয়, চরিত্র ও কৃতিত ।
খলিফা আবদুল মালিক এর পরিচিতি, খিলাফত, সাম্রাজ্য সুদৃঢ়ীকরণ ও সম্প্রসারণ
রাজেন্দ্র: খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র (’Father of kings’) বলা হয় কেন?
খলিফা আব্দুল মালিকের চরিত্র ও কৃতিত্ব। উমাইয়া খিলাফতের পঞ্চম খলিফা….
Note :- Also cover the headings given inside this URL.
- আশীর্বাদের চাবি বলা হয় কাকে এবং কেন
- কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়
- খলিফা কাকে বলে
FAQ
Q1. কোন খলিফা কে আশীর্বাদের চাবিকাঠি বলা হয়?
Ans:- খলিফা সুলাইমানকে আশীর্বাদের চাবি বলা হয়।
Q2. ইসলামের পঞ্চম খলিফা বলা হয় কাকে এবং কেন?
Ans:- উমর বিন আবদুল আজিজ (রহ.) কে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। তাকে এই উপাধিটা দেয়া হয়েছে কারণ তার মধ্যে যে গুনগুলো আছে সেগুলো হলো – তার বিচক্ষণতা, সাহসিকতা, সাহাবাদ ও খোদাভীতি। তিনি এইসব গুনের এক সম্বনয় তাই তাকে এই নাম দেয়া হয়েছে।
Q3. খলিফা শব্দের অর্থ কি?
Ans:- খলিফা শব্দের অনেক অর্থ আছে। এই শব্দের প্রধান কয়েকটি অর্থ হলো – প্রতিনিধিত্বকারী অথবা উত্তরাধিকারী। তাছাড়াও এর অন্য অর্থ হলো – কর্মাধ্যক্ষ অথবা জনসমষ্টির দেখাশোনার দ্বায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি।
Q4. ইসলামের প্রথম খলিফা কে?
Ans:- ইসলামের প্রথম খলিফা ছিলেন – কুনিয়া আবু বকর। তিনি 632 থেকে 634 সাল অব্দি (তার মৃত্যু পর্যন্ত ) শাসন করেছেন। তাকে সুন্নি মুসলিমরা আল-সিদ্দিক নামেও উল্লেখ করে থাকেন, সন্মান দিয়ে।
Q5. শেষ খলিফার নাম কি?
Ans:- ইসলামের শেষ খলিফার নাম হলো – আল ওয়ালিদ ইবনে আবদুল মালিক।