লিভার কেন বড় হয়

লিভার কেন বড় হয় ? যকৃত বা লিভার বড় হওয়ার ১২টি কারণ ।

লিভার কেন বড় হয়? যকৃত বা লিভার বড় হওয়ার ১২টি কারণ ।
আমাদের শরীরের অভ্যন্তরে সবচেয়ে বড় অঙ্গটির নাম লিভার বা যকৃত। আমরা যে খাদ্যসমূহ খাই, যকৃত সেগুলোর হজমের জন্য বিপাকক্রিয়া ঘটায়। মানব শরীরে পেটের ওপরের ডান অংশে লিভার বা যকৃতের স্থান। এটা শরীরের অত্যাবশ্যকীয় অন্যতম অঙ্গ। যকৃত হজমে সহায়ক পিত্তরস তৈরি করে থাকে, মানব শরীরের বিভিন্ন বর্জ্য নিষ্কাশনে সক্রিয় ভূমিকা রাখে, আমাদের শরীরের অতিরিক্ত চিনিকে যকৃত গ্লাইকোজেন হিসেবে জমা রাখে, যা সঞ্চিত শক্তির অন্যতম উৎস হিসাবে কাজ করে। পেটের আলট্রাসনোগ্রাম করলে মাঝে মাঝে দেখা যায়, যকৃতের আকার বড় হয়ে গেছে। তখন মনে প্রশ্ন জাগাটা খুবই স্বাভাবিক যে  যকৃত লিভার কেন বড় হয় । বিভিন্ন কারণে যকৃত লিভার বড় হয়। আসুন আমরা আজকে কারণগুলো জানার চেষ্টা করবো।

যকৃত বা লিভার বড় হওয়ার কারণ :

১) Nutritional Imbalance তথা পুষ্টির ভারসাম্যহীনতা সেটা অপুষ্টি বা অতিপুষ্টি যেটাই হোক না কেন তা যকৃত বা লিভার বড় হবার অন্যতম প্রধান কারণ।

২) মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস , সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া প্রভৃতির কারণে যকৃত বা লিভার বড় হতে পারে।

৩) ছত্রাকের সংক্রমণের কারণেও মানব শরীরের যকৃত বা লিভার বড় হয়ে থাকতে পারে।

৪) আমাদের শরীরের বিপাকপ্রক্রিয়ায় জটিলতা দেখা দিলে অনেক সময় যকৃত আকারে বড়।

৫) আমাদের যকৃতে অতিরিক্ত চর্বি জমার কারণে চিকিৎসায় বিলম্ব হলে ক্যানসার হতে পারে তখন যকৃৎ বড় হয়ে যাওয়াট স্বাভাবিক।

৬) শরীরের অন্যান্য জায়গার টিউমার কিংবা ক্যানসার যকৃতে ছড়িয়ে পড়লে তখন যকৃত স্বাভাবিকের চেয়ে বড় হয়।

৭) মানুষ দীর্ঘদিন যাবৎ মদপান করলে যকৃত বড় হয়।

৮) ফুসফুস, হৃৎপিণ্ড ও রক্তনালির কিছু রোগের কারণেও অতিরিক্ত রক্ত জমে যকৃত বা লিভার বড় হয়ে যায়।

১০) একিউট হেপাটাইটিস বা আকস্মিক লিভারের প্রদাহ তথা এতে লিভার বড় হবার পাশাপাশি চাপ প্রয়োগে ব্যথা অনুভূত হয়। ডাক্তারি ভাষায় একে বলে-Tender hepatomegaly টেন্ডার হেপাটোমেগালি, এ জন্য সাধারণত বিভিন্ন ধরনের ভাইরাসকে দায়ী করা হয় যেমন: হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই ভাইরাসের কারণে যকৃত বা লিভার বড় হয় । তা ছাড়া মানব শরীরে হারপিস সিম্পলেকস, ইবস্টেন বার ও সাইটোমেগালো ভাইরাসের সংক্রমণ হলেও যকৃত বা লিভার বড় হয়। আবার মানুষের টেন্ডার হেপাটোমেগালি বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন:
ক. টিবি বা যক্ষা রোগের ওষুধ এর কারণেও হেপাটাইটিস হয়।
খ. Liver abscess তথা লিভারের অভ্যন্তরে ফোড়া হলে হেপাটাইটিস হয়।
গ. Hepatocellular carcinoma তথা লিভারের ক্যান্সার হলে হেপাটোমেগালি হতে পারে।
. simple hepatic cyst তথা লিভারে সাধারণ সিস্ট ও hydatid cyst তথা হাইডাটিড সিষ্ট হলেও হেপাটোমেগালি হতে পারে।

See also  চর্ম এলার্জি দূর করার উপায় | ঔষধ, লক্ষণ সমূহ

১১) congestive cardiac failure তথা হার্ট ফেইলিউর এর কারণে লিভার বা যকৃত বড় হলে লিভারে চাপ প্রয়োগে ব্যথা হতে পারে।

১২) Fatty Liver Problem: সারা বিশ্বে ফ্যাটি লিভার জনিত সমস্যা অধিকতর বেড়ে যাচ্ছে । শরীরের অন্যান্য স্থানে অতিরিক্ত চর্বি উপাদান জমার প্রভাব পড়ে থাকে যকৃতে বা লিভারে, ফলে লিভার বড় হয়।

লিভার স্বাভাবিকের চেযে বড় হলে আতংকিত হওয়ার কিছু নেই। লিভারের রোগ ও জটিলতা থেকে বাঁচতে হলে দরকার অধিকতর আত্ম-সচেতনতা, সঠিক পরিষ্কার-পরিচ্ছন্নতা জ্ঞান ও তার প্রয়োগ, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা । যদি জানতে পারেন যে লিভার বড় হয়েছে তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন।

 

 

আরো জানুন:   হেয়ার ড্রায়ার ( hair dryer): ৫টি জনপ্রিয় হেয়ার ড্রায়ার বা চুল শুকানাের মেশিন।

Ways to stop hair loss and 5 Most popular Anti-hairfall Shampoos.

Hair Dryer machine : 5 Most Popular Hair Dryers in the market

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *