চর্মরোগ থেকে মুক্তির উপায় ও চর্ম রোগের ঔষধের নাম: মানুষের ত্বককে বলা হয় সৌন্দর্য্যের আয়না। সেই ত্বকে চুলকানি, ফুসকুড়ি,দাঁদ, একজিমা, অ্যালার্জি,ঘামাচি ইত্যাদি নানা ধরনের চর্মরোগে আক্রান্ত হয়ে যদি কোনো দাগের সৃষ্টি করে শরীরের আসল রংটাই তখন নষ্ট হয়। তাই এসব চর্মরোগ থেকে মুক্তির উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই পোস্টের মাধ্যমে। আসুন জেনে আসি।
চর্মরোগের কারণ কি?
আপনার মনে প্রশ্ন জাগতে পারে চর্মরোগের কারণ কি হতে পারে? আপনার এই সহজ প্রশ্নের উত্তর খুবই সহজ। পাঠক দেখুন সাধারণতঃ ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, প্রোটোজোয়া সংক্রামকের এই মাধ্যমগুলো এমন ধরনের রোগের জন্য দায়ী। আমরা সকলেই জানি চর্মরোগ কি? তারপরও আপনার সুবিধার্থে কিছু চর্মরোগ নিয়ে আলোচনা করা হলো।
ত্বকে ব্রণ:- এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে বয়ঃসন্ধিকালে তার ব্রণ হয়নি। ত্বকে থাকা তৈল গ্রন্থিগুলোকে পথ রোধ করে এই ব্রণ।
দাদ:- এটি মাথার ত্বক ও শরীরের জন্য ছত্রাক সংক্রামক ব্যাধি।
একজিমা:- এর কারণে শরীরে যেকোনো জায়গায় চুলকানি, ফেটে যাওয়া, ফুলে যাওয়া সৃষ্টি করে।
ঘামাচি:- শরীরে পানি বের হওয়ার পথ বাঁধা পেলে ঘামাচি হয়।
আর্সেনিক কারণে:- কখনো কখনো অতিরিক্ত আর্সেনিকের কারণেও চর্মরোগ হতে পারে।
বলে রাখা ভালো এসব চর্মরোগ থেকে মুক্তির উপায় অবশ্যই আছে চিকিৎসার মাধ্যমে।
আরো পড়ুন:-
- চর্ম এলার্জি দূর করার উপায় | ঔষধ, লক্ষণ সমূহ
- চর্ম রোগের ঔষধের নাম দাম | ক্রিম, সাবান যেভাবে ক্রয় করবেন?
- লেবু দিয়ে ফর্সা হওয়ার উপায়
চর্মরোগ থেকে মুক্তির উপায়
পৃথিবীতে রোগের যেমন শেষ নেই তেমনি এর থেকে মুক্তিরও উপায় আছে। সঠিক চিকিৎসা গ্রহণ এবং সচেতনতাই পারে সকল চর্মরোগ থেকে মুক্তির উপায় বের করতে। কি কি পদক্ষেপ গ্রহণ করলে চর্মরোগ থেকে মুক্তি পাওয়া যায় আসুন জেনে নেই।
- শরীরে ঘাম বসতে দেওয়া যাবে না।
- তেল জাতীয় খাবার,ভাজা পোড়া খাবার, ফাস্ট ফুড, অতিরিক্ত ঝাল খাবার, আইসক্রিম, চকলেট, কোল্ড ড্রিংক এসব খাবার কমাতে হবে।
- সবুজ শাক, সবজি, ফলমূল, পুষ্টিকর খাবার, এবং পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে।
- আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড় পরিধান করা যাবে না।
- সবসময় পরিষ্কার থাকতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন কাপড় পরতে হবে। কাঁথা, বালিশের কভার, বিছানার চাদর পরিষ্কার রাখতে হবে।
- আক্রান্ত ব্যক্তির সাবান,প্লেট,গ্লাস ব্যবহার করা যাবে না।
- নিয়মিত গোসল করতে হবে।
চর্মরোগ শরীরের জন্য একটা মারাত্মক সংক্রামক ব্যাধি। আপনার সচেতনতাই পারে আপনাকে এর থেকে বাঁচিয়ে রাখতে।
চর্ম রোগের ঔষধের নাম
ভিন্ন ভিন্ন সংক্রামকের কারণে ভিন্ন ভিন্ন রোগের সংক্রমণ হতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ঔষধ সেবন করা উচিত নয়। এ দেশের অধিকাংশ ডাক্তার চর্মরোগের জন্য যে সকল ঔষধ লিখে দেন, নিচে কিছু চর্মরোগের ঔষধের নাম আলোচনা করা হলো।
চুলকানি ঔষধের নাম
- Flugal 50 tablet.
Flugal 50 ট্যাবলেট টি চর্মরোগ থেকে মুক্তির জন্য কার্যকরী একটি চর্ম রোগের ঔষধ। এছাড়া ও চুলকানির যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে। এই ওষুধটি অনলাইনের মাধ্যমে ক্রয় করতে flugal-50-tablet.aroggo ভিজিট করতে পারেন।
চর্ম রোগের ক্রিম
- Betameson Cl cream
চর্মরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য, এই ক্রিমটি ম্যাসাজ করা যেতে পারে এবং শরীরের ত্বকের সংক্রমণের জায়গায় ব্যবহার করা যেতে পারে। Betameson Cl cream চর্ম সংক্রমণ ব্যক্তিদের জন্য কার্যকরী একটি ক্রিম। এই ক্রিমটি অনলাইনের মাধ্যমে ক্রয় করতে betamesoncl.aroggo ভিজিট করতে পারেন।
- Fungidal-HC cream.
Fungidal-HC cream চর্মরোগ নির্মূল করতে এই ক্রিম বাজারে অনেক চাহিদা সম্পূর্ণ একটি ক্রিম। এই ক্রিমটি অনলাইনের মাধ্যমে ক্রয় করতে fungidal-HC.diabetesstore ভিজিট করতে পারেন।
একজিমার ক্রিম/মলম
- কর্টিকোস্টোরয়েড ক্রিম
- ট্যাক্রোলিমাস ক্রিম
- পাইমেক্রোলিমাস মলম
- প্রেডনিসন মলম
খোশপাচড়ার ঔষধের নাম
- পারমিথ্রিন ক্রিম
- এন্টিহিসটামিন ট্যাবলেট
- এন্টিবায়োটিক ওষুধ
ব্রণের জন্য ক্রিম/ মলম
- বেটনোভেট ক্রিম
- নোভাক্লিয়ার একনি ক্লিনজার
- নোভাক্লিয়ার একনি ক্রিম
- ম্যানকাইন্ড একনেস্টার রিমুভাল জেল (ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন)
- গার্নিয়ার অ্যাকনো ফাইট সিক্স ইন ওয়ান পিম্পল ক্লিয়ারিং ফেসওয়াশ (শুধুমাত্র ছেলেদের জন্য)
দাউদের ঔষধের নাম
- এজিথ্রোমাইসিন
- ফ্লুক্লক্সাসিলিন
- ফ্লুকোনাজল
- মাইকোনাজল মলম
- ফাঙ্গিসন ক্রিম 10mg
- ইকোনাজল মলম
- ফাভিসন ক্রিম
- এক্সফিন 1% ক্রিম
- মাইকোফিন 5/10mg ক্রিম
শেষকথা
প্রিয় সম্মানিত পাঠকবৃন্দ, শরীর অসুস্থ না হওয়া পর্যন্ত আমরা সেই রোগটা নিয়ে তেমন একটা মাথা ঘামাই না। কিন্তু একটা সচেতন মানুষ হিসেবে আমাদের সকলেরই উচিত বড় রোগ না হোক ছোট ছোট রোগ অথচ মারাত্মক যত্রণাদায়ক এসব রোগ সম্পর্কে কিছুটা হলেও ধারণা লাভ করা। আপনাদের সামান্য একটু ধারণা দেওয়ার জন্যই আজকের আমার এই আর্টিকেল লেখা।
যদি চর্মরোগ থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনা করা এই পোস্টের মাধ্যমে আপনার সামান্য উপকার হয় তাহলেই আমাদের সার্থকতা।
আরো পড়ুন:-