ইসমে আজম

ইসমে আজম : আল্লাহর ইসমে আজম ও দোয়া কবুলে তার প্রভাব।

আল্লাহ তায়ালার ইসমে আজম এর সাথে যে দোয়া প্রার্থনা করা হয়, তা গৃহীত হয়। যখন এ নামগুলাে দ্বারা যা দরখাস্ত করা হয়, তিনি তা প্রদান করেন।

১. لااله الا انت سبحانك اني كنت من الظالمین
উচ্চারণ : লা-ইলাহা ইল্লা আনতা ছুবহাহাকা ইন্নী কুনতু মিনা যােয়ালেমীন।
অর্থ : আপনি ছাড়া কোন উপাস্য নেই। আপনি পবিত্র। নিশ্চয়ই আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত।
اللهم اني استئك بأني أشهد أنك أنت الله لا إله أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নী আছআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আন্তাল্লাহু লা-ইলাহা ইল্লা-আন্তাল আহাদুছ ছমাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহা।
অর্থঃ হে আল্লাহ! আমি আপনার নিকট প্রার্থনা করছি। কারণ, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনিই হলেন আল্লাহ। আপনি ছাড়া কোন মাবুদ ও উপাস্য নেই। আপনি একক, অমুখাপেক্ষী। যার থেকে না কেউ জন্ম হয়েছে এবং না তিনি কারাে থেকে জন্ম হয়েছেন। আর না কেউ তার সমতুল্য আছে। (ইবনে হিব্বান, হাকেম)

২. কোন কোন হাদীসে এ হাদীসের ভাষ্য এভাবে এসেছে-
اللهم اني استئك بأني أشهد أنك أنت الله لا إله أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
অর্থ: তে আলাহ! আমি আপনার নিকট প্রার্থনা করছি। কারণ আপনিই আল্লাহ, একক ও অমুখাপেক্ষী। যার থেকে না কেউ জন্ম হয়েছে, না তিনি কারাে থেকে জন্ম হয়েছেন। না কেউ তার সমতুল্য আছে। (আহমাদ, ইবনে আবু শাইবা)

৩. অন্য আরেকটি হাদীসে আছে, আল্লাহ তায়ালার সে সর্ব বৃহৎ নাম দ্বারা যখন দুআ করা হয়, অবশ্যই আল্লাহ কবুল করেন। আর যা কিছুই প্রার্থনা করা। হয় তা অবশ্যই দান করেন। সে দুআটি হলাে এই
اللهم اني اسئلك بأن لك الحمد لا إله الا أنت وحده لا شريك لك ، الحان المنان بديع السموات والارض ياذا الجلال والإكرام .
অর্থ : হে আল্লাহ! আমি আপনার নিকট প্রার্থনা করছি। কারণ, সকল প্রশংসা আপনারই। আপনি ছাড়া কোন উপাস্য নেই। আপনি একক। আপনার কোন অংশীদার নেই। আপনি অনেক বড় দয়ালু, অনেক বেশী অনুগ্রহকারী । আসমান-যমীনের দৃষ্টান্তহীন আবিষ্কারক আপনিই। হে শ্রেষ্ঠত্ব ও অনুগ্রহের। অধিপতি। (ইবনে সাজাহ, সুনানে আরবাআহ, ইবনে হিব্বান, হামে, আহমাদ ইবনে আবু শাইবা)।
কোন বর্ণনায় ياذا الجلال والإكرام এর স্থলে এর সর্ব শেষে ياحي قيوم এসেছে, যার অর্থ হল, হে চিরজীব! হে চিরস্থায়ী! (সুনানে আরবাআহ, ইবনে হিব্বান, হাকেম)।

See also  আসমাউল হুসনা:- আল্লাহ তায়ালার আসমাউল হুসনা নামের ফযিলত।

৪. আরাে একটি হাদীসে এসেছে যে, ইসমে আজম এ দুটি আয়াতে রয়েছে-
অর্থ : আর তােমাদের মা’বুদ তাে তিনিই একক মাবুদ। তিনি ছাড়া কোন মা’বুদ নেই। তিনি অতি দাতা ও দয়ালু।” (বাকারা)

৫. الم . الله لا اله الا هو الحي القيوم
উচ্চারণ : আলিফ লাম মীম। আল্লাহু লা-লাইলাহা ইল্লা হওয়াল হাইয়ুল কাইয়ূম ।
অর্থ : আলিফ লাম মীম। আল্লাহ, তিনি ছাড়া কোন মাবুদ নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী।” (সূরা বাকারা, আলে ইমরান ও তােয়াহা হাকেম আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ, ইবনে আবু শাইবা)

৬, কাসেম ইবনে আবদুর রাহমান বলেছেন- আমি এ হাদীসের অধীনে একে খোজ করেছি, তবে الحيو القيوم কে ইসমে আজম পেয়েছি।

৭. হিসনে হাসীনের লেখক ইমাম জাযরী (রহ) বলেন, আমার মতে االله لا اله هو الحي القيوم হল ইসমে আজম। যাতে সব হাদীস সামঞ্জস্য হয়ে যায়। কারণ, আল্লামা ওয়াহেদীর কিতাবুদ দুআর হাদীস যা ইউনুস ইবনে আবদুল আ’লা থেকে বলেন— এ কাসেম হলেন সিরিয়ায় বসবাসকারী তাবেয়ী আবদুর রাহমানের পুত্র। হযরত আবু উমামাহ (রা) এর নির্ভরযােগ্য শিষ্য ।

আরো জানুন: দোয়া : যে সকল লােকদের দোয়া কবুল হয়।

1 thought on “ইসমে আজম : আল্লাহর ইসমে আজম ও দোয়া কবুলে তার প্রভাব।”

  1. Khondaker Rafiqul Islam

    ১।আমি প্রতিদিন সকাল ও সন্ধায় আসমাউল হুসনা পাঠ করি । এর ফজিলতে কি মহান আল্লাহর সন্তোষ্টি অর্জন সম্ভব।
    ২। এখানে আল্লাহ নামগুলোর আলাদা আলাদা আমলে ফজিলত দেয়া হয়েছ, কিন্তু তার স্বপক্ষে হাদিস কি দয়াকরে দেবেন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *