রিদ্দার যুদ্ধ সংঘটিত হয়েছিল কেন?
ভণ্ডনবি ও স্বধর্মত্যাগীদের দমনের জন্য রিদ্দার যুদ্ধ সংঘটিত হয়েছিল। রিদ্দার যুদ্ধ বলতে হযরত আবু বকর (রা)-এর সময়ে স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধকে বােঝায়। রাসুল (স)-এর ওফাতের পর বিভিন্ন গােত্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা ইসলাম ত্যাগ এবং খলিফার আধিপত্যকে অস্বীকার করে ইসলামের বিরুদ্ধে একটি সুসংঘবদ্ধ আন্দোলন পরিচালিত করে। অনেকে নিজেদের নবি দাবি করে। এসব ভণ্ড নবির বিরুদ্ধে হযরত আবু বকর (রা) মুসালম বাহিনী নিয়ে যে অভিযান পরিচালনা করেন তাই রিদ্দার যুদ্ধ নামে পরিচিত।