জাবালুত তারিক বলতে কী বোঝায়? এর সংক্ষিপ্ত বর্ণনা দাও।
‘জাবালুত তারিক’ বলতে তারিকের পাহাড়কে বােঝায়। খলিফা আল- ওয়ালিদের শাসনামলে স্পেন অধিকারের জন্য তারিক বিন জিয়াদকে স্পেনে পাঠানাে হয়েছিল। স্পেন যাত্রাকালে তারিক তার সেনাবাহিনী এবং রণতরী নিয়ে স্পেনের দক্ষিণ-পূর্ব উপকূলে পার্বত্য এলাকায় অবতরণ করেন। তারিকের অবতরণ করা এ স্থানটি জাবাল আত-তারিক (আধুনকি জিব্রালটার) নামে পরিচিত।
আরো জানুন:
উমাইয়া খিলাফত
আশীর্বাদের চাবি : খলিফা সুলাইমানকে আশীর্বাদের চাবি বলা হয় কেন?
উমাইয়াদের পতন:খলিফাদের সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাবকে পতনের কারণ
কারবালার হত্যাকাণ্ড কে বিষাদময় ঘটনা বলা হয় কেন?
ওমর বিন আবদুল আজিজ কে পঞ্চম ধার্মিক খলিফা বলা হয় কেন?
উমাইয়া সাধু বলতে কী বােঝায়? কোন খলিফাকে উমাইয়া সাধু বলা হয়?
মাওয়ালি নীতি বলতে কী বােঝায়? কোন খলিফা মাওয়ালি নীতি বাদ করে দেন?
আব্বাসি আন্দোলন
আব্বাসি আন্দোলন ও উমাইয়াবিরোধী তৎপরতা, সেই সাথে তাদের পরিচয় ।
আবুল আব্বাস আস সাফফাহ (রক্তপিপাসু) এর পরিচয়, চরিত্র ও কৃতিত্ব ।
খলিফা আবু জাফর আল মনসুর এর (৭৫৪-৭৭৫ খ্রি.) পরিচয়, চরিত্র ও কৃতিত ।
খলিফা আবদুল মালিক এর পরিচিতি, খিলাফত, সাম্রাজ্য সুদৃঢ়ীকরণ ও সম্প্রসারণ
রাজেন্দ্র: খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র (’Father of kings’) বলা হয় কেন?
খলিফা আব্দুল মালিকের চরিত্র ও কৃতিত্ব। উমাইয়া খিলাফতের পঞ্চম খলিফা….
আবদুল মালিকের শাসননীতি ও সংস্কার। দিউয়ানুল রাসায়েল |