কুব্বাতুস সাখরা বা Dome of the Rock

কুব্বাতুস সাখরা বা Dome of the Rock কী?

কুব্বাতুস সাখরা বা Dome of the Rock কী?

 

৬৯১ খ্রিষ্টাব্দে জেরুজালেমে মহানবি (স) এর মিরাজের স্মৃতি বিজড়িত পবিত্র পাথরের ওপর উমাইয়া খলিফা আবদুল মালিক অষ্টকোণাকৃতির যে স্থাপত্যটি নির্মাণ করেন, তাই কুব্বাতুস সাখরা বা ডােম-অব-দি রক নামে পরিচিত। খলিফা আবদুল মালিক তার চরম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সাথে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার উদ্দেশ্যে কুব্বাতুস সাখরা নির্মাণ করেছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের মক্কা ও মদিনায় সুদৃঢ় শাসন প্রতিষ্ঠা করেন। পবিত্র কাবাগৃহ মক্কায় অবস্থিত হওয়ায় প্রত্যেক বছর বিপুলসংখ্যক মুসলমান এখানে হজ পালন করতে যেত। হজযাত্রীদেরকে মক্কা থেকে জেরুজালেমের দিকে আকৃষ্ট করার জন্য আবদুল মালিক কুব্বাতুস সাখরা Dome of the Rock নির্মাণ করেন | তিনি নিজের অনুসারীদের মক্কার পরিবর্তে এখানে হজ করার নির্দেশ দিয়েছিলেন।

 

 

আরো জানুন:

উমাইয়া খিলাফত

সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ টি লেখাে। ইতিহাসে সিন্ধু বিজয় কেনো গুরুত্বপূর্ণ?

জাবালুত তারিক বলতে কী বোঝায়? এর সংক্ষিপ্ত বর্ণনা দাও।

আশীর্বাদের চাবি : খলিফা সুলাইমানকে আশীর্বাদের চাবি বলা হয় কেন?

উমাইয়াদের পতন:খলিফাদের সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাবকে পতনের কারণ

কারবালার হত্যাকাণ্ড কে বিষাদময় ঘটনা বলা হয় কেন?

ওমর বিন আবদুল আজিজ কে পঞ্চম ধার্মিক খলিফা বলা হয় কেন?

উমাইয়া সাধু বলতে কী বােঝায়? কোন খলিফাকে উমাইয়া সাধু বলা হয়?

মাওয়ালি নীতি বলতে কী বােঝায়? কোন খলিফা মাওয়ালি নীতি বাদ করে দেন?

 

আব্বাসি আন্দোলন

 

আব্বাসি আন্দোলন ও উমাইয়াবিরোধী তৎপরতা, সেই সাথে তাদের পরিচয় ।

আবুল আব্বাস আস সাফফাহ (রক্তপিপাসু) এর পরিচয়, চরিত্র ও কৃতিত্ব ।

খলিফা আবু জাফর আল মনসুর এর (৭৫৪-৭৭৫ খ্রি.) পরিচয়, চরিত্র ও কৃতিত ।

খলিফা আবদুল মালিক এর পরিচিতি, খিলাফত, সাম্রাজ্য সুদৃঢ়ীকরণ ও সম্প্রসারণ

রাজেন্দ্র: খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র (’Father of kings’) বলা হয় কেন?

See also  ভণ্ডনবি কারা? ইসলামের ইতিহাসে Apostasy Movement বলতে কী বোঝায়?

খলিফা আব্দুল মালিকের চরিত্র ও কৃতিত্ব। উমাইয়া খিলাফতের পঞ্চম খলিফা….

  আবদুল মালিকের শাসননীতি ও সংস্কার। দিউয়ানুল রাসায়েল