উমাইয়াদের পতন:খলিফাদের সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাবকে পতনের কারণ

উমাইয়াদের পতন : খলিফাদের সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাবকে উমাইয়াদের পতন এর কারণ বলা হয় কেন?

খলিফাদের সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাবে অনেক অযােগ্য খলিফা ক্ষমতায় আসেন এবং উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়, যা উমাইয়াদের পতন কে ত্বরান্বিত করে। উমাইয়া যুগে গণতন্ত্রের পরিবর্তে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। যােগ্যতা ও সর্বসম্মতির পরিবর্তে উত্তরাধিকার সূত্রে পরবর্তী খলিফা নির্বাচিত হতেন। খলিফার মৃত্যুর পর পরবর্তী খলিফারা যােগ্যতার ভিত্তিতে চিন্তা না করে নিজ নিজ পুত্রদের পরবর্তী খলিফা নিয়ােগ করতেন। যার ফলস্বরূপ অনেক সময়ই অযােগ্য ব্যক্তিরা ক্ষমতায় আসেন। তাদের অপশাসন উমাইয়া শাসনের পতনকে ত্বরান্বিত করে।

 

আরো জানুন:

 

উমাইয়া খিলাফত

কারবালার হত্যাকাণ্ড কে বিষাদময় ঘটনা বলা হয় কেন?

ওমর বিন আবদুল আজিজ কে পঞ্চম ধার্মিক খলিফা বলা হয় কেন?

উমাইয়া সাধু বলতে কী বােঝায়? কোন খলিফাকে উমাইয়া সাধু বলা হয়?

মাওয়ালি নীতি বলতে কী বােঝায়? কোন খলিফা মাওয়ালি নীতি বাদ করে দেন?

 

আব্বাসি আন্দোলন

 

আব্বাসি আন্দোলন ও উমাইয়াবিরোধী তৎপরতা, সেই সাথে তাদের পরিচয় ।

আবুল আব্বাস আস সাফফাহ (রক্তপিপাসু) এর পরিচয়, চরিত্র ও কৃতিত্ব ।

খলিফা আবু জাফর আল মনসুর এর (৭৫৪-৭৭৫ খ্রি.) পরিচয়, চরিত্র ও কৃতিত ।

খলিফা আবদুল মালিক এর পরিচিতি, খিলাফত, সাম্রাজ্য সুদৃঢ়ীকরণ ও সম্প্রসারণ

রাজেন্দ্র: খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র (’Father of kings’) বলা হয় কেন?

খলিফা আব্দুল মালিকের চরিত্র ও কৃতিত্ব। উমাইয়া খিলাফতের পঞ্চম খলিফা….

  আবদুল মালিকের শাসননীতি ও সংস্কার। দিউয়ানুল রাসায়েল
See also  কারবালার হত্যাকাণ্ড কে বিষাদময় ঘটনা বলা হয় কেন?