যে সকল লােকদের দোয়া কবুল হয়

দোয়া : যে সকল লােকদের দোয়া কবুল হয়।

যে সকল লােকদের দোয়া কবুল হয়।
১. বিচলিত ও অপারগ ব্যক্তি।
২. অত্যাচারিত ব্যক্তি যদিও সে পাপিষ্ঠ হয়। যদিও সে কাফের হয়।
৩. পিতার দোয়া ।
8. ন্যায়পরায়ণ সম্রাট।
৫. পুণ্যবান লােক।
৬. পিতা-মাতার সাথে সদ্ব্যবহাকারী সন্তান।
৭. মুসাফির ।
৮. রােজাদার ইফতার করার সময়।
৯. এক মুসলমান অন্য ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করা।
১০. সে মুসলমান যতক্ষণ পর্যন্ত জুলুম করার দোয়া না করবে বা আত্মীয়তা ছিন্ন করা বা এ কথা বলা পর্যন্ত, আমি দোয়া করলাম কিন্তু দোয়া কবুল হল না।
১১. আল্লাহ তায়ালার কিছু স্বাধীন বান্দা রয়েছে, যাদের প্রত্যেকের সারা রাত্রি একটি দোয়া অবশ্যই কবুল করা হয়। জামে আবী মানসুরে রয়েছে যে, বিশুদ্ধতম দোয়া হল হাজীদের দোয়া যতক্ষণ সে হজ্জ থেকে প্রত্যার্বন করে অর্থাৎ হজ্জ পালনকালীন।

আরো জানতে : দোয়া কবুলের স্থান – যে সব স্থানে মানুষের দোয় কবুল হয়।

আরো জানুন: দোয়া কবুলের সময় : কোন সময় দোয়া করলে আমাদের দোয়া বেশি কবুল হয়?

See also  যিকিরের আদব : কোরআন-সুন্নাহর আলোকে যিকিরের আদবসমূহ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *