দোয়া কবুলের স্থান

দোয়া কবুলের স্থান – যে সব স্থানে মানুষের দোয় কবুল হয়।

দোয়া কবুলের স্থান – 
হযরত হাসান বসরী (রহঃ) যখন মক্কা থেকে বসরাভিমুখী হন, তখন মক্কাবাসীদের নামে একটি পত্র লিখেন। তাতে মক্কায় অবস্থানের ফজীলত লিখেন। সেখানকার দোয়া কবুল হওয়ার স্থানগুলাে বর্ণনা করেন।
১. তাওয়াফ করার সময়।
২. মুলতাযামের নিকট।
৩. মিযাবের নীচে।
৪. কা’বার ভিতর।
৫. যমযম কূপের নিকট।
৬. সাফা মারওয়ার উপর
৭. মাকামে ইব্রাহীমের পেছনে।
৮. মারওয়ার মাঝে দৌড়ানাের স্থানে। (দোয়া কবুলের স্থান এর মধ্যে অন্যতম )
৯. রুকনে ইয়ামানীর নিকট।
১০. আরাফায় ।
১১. মুযদালিফায় ।
১২. মিনায়
১৩. দারে অরকামে।
১৪. হুযায়ফার গৃহে।
১৫. গারে সূরে।
১৬. গারে হিরায়।
১৭. তিন জামরার নিকট।

আরা জানুন: দোয়া কবুলের সময় : কোন সময় দোয়া করলে আমাদের দোয়া বেশি কবুল হয়?

See also  الملك: (আল-মালিকু) প্রকৃত সম্রাট, আসমাউল হুসনা নামের ফযিলত।