দোয়ার আদবসমূহ

দোয়ার আদবসমূহ: কোরআন-সুন্নাহর আলোকে দোয়ার নিয়ম।

দোয়ার আদবসমূহ

 সর্বমােট শর্ত হল তেতাল্লিশটি।
১. খাদ্য, পানীয়, বস্ত্র ও উপার্জনের ক্ষেত্রে হারাম বস্তু থেকে বিরত থাকা। (দোয়ার আদবসমূহ এর মধ্যে অন্যতম)
২. ইখলাস তথা প্রতিটি সৎকাজে একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করা । (দোয়ার আদবসমূহ এর মধ্যে অন্যতম)
৩. দোয়ার পূর্বে কিছু সৎকাজ করা এবং বিপদের সময় পূর্বকৃত সৎকাজের স্মরণ করা (মুস্তাহাব)।
৪. পবিত্রতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অর্জন করা (মুস্তাহাব)।
৫. ওজু করা (মুস্তাহাব)।
৬. কিবলামুখী হওয়া (মুস্তাহাব)।
৭. দোয়ার পূর্বে নামাজ পড়া (মুস্তাহাব)। (দোয়ার আদবসমূহ এর মধ্যে অন্যতম)
৮. আত্তাহিয়্যাতুর আকৃতিতে উপবেশন করা (মুস্তাহাব)। (আবু আওয়ানা)।
৯. দোয়ার শুরুতে ও শেষে আল্লাহ তায়ালার প্রশংসা করা (মুস্তাহাব)। (দোয়ার আদবসমূহ এর মধ্যে অন্যতম)
১০. দোয়ার পূবে রাসূল (সঃ)-এর প্রতি দুরূদ প্রেরণ করা (মুস্তাহাব)।
১১. উভয় হস্ত দোয়ার সময় প্রসারিত করা (মুস্তাহাব)।
১২. উভয় হস্ত উপরে উত্তোলন করা (মুস্তাহাব)।
১৩. দোয়ার সময় হাত কাঁধ বরাবর উঠানাে (মুস্তাহাব)।
১৪. উভয় হাত খােলা রাখা (মুস্তাহাব)।
১৫. দোয়ার সময় কথা ও কাজে আল্লাহ তায়ালার মাহাত্মের প্রতি লক্ষ্য রাখা (মুস্তাহাব)।
১৬. বিনয় ও নম্রতার সাথে স্থিরতা, হীনতা ও দীনতা প্রকাশ করা (মুস্তাহাব)।
১৭. বিনয় ও নম্রতা প্রকাশ করা (মুস্তাহাব)।।
১৮. দোয়ার সময় দৃষ্টি আকাশ পানে করা (মাকরূহ)।
১৯. আল্লাহর নিকট তাঁর সত্তা ও গুণাবলীর নাম দিয়ে দোয়া করা (মুস্তাহাব)। (দোয়ার আদবসমূহ এর মধ্যে অন্যতম)
২০. দোয়ার ক্ষেত্রে ছন্দের পেছনে পড়া (মাকরূহ)।
২১. দোয়ার সময় মধুর সুরে গান গাওয়া (মাকরূহ)। (মাওকুফ)।
২২. নবীগণের ওসীলা দিয়ে দোয়া করা (মুস্তাহাব)। (দোয়ার আদবসমূহ এর মধ্যে অন্যতম)
২৩, আল্লাহর পুণ্যবানদের ওসীলা দিয়ে দোয়া করা (মুস্তাহাব)।
২৪. নিম্ন আওয়াজে দোয়া করা (মুস্তাহাব)।
২৫. পূর্বের গুনাহের স্বীকারােক্তির সাথে দোয়া করা (মুস্তাহাব)। (দোয়ার আদবসমূহ এর মধ্যে অন্যতম)
২৬. হাদীসে বর্ণিত বিশুদ্ধ দোয়া পড়া(মুস্তাহাব)।
২৭. দোয়ার ক্ষেত্রে পাণ্ডিত্যপূর্ণ শব্দ ব্যবহার করা (মুস্তাহাব)।
২৮. প্রথমে নিজের জন্য দোয়া করা, অতঃপর জনক-জননী এবং অন্যান্য মুসলমান ভাই-বােনদের জন্য দোয়া করা (মুস্তাহাব)।
২৯. ইমাম হলে শুধু নিজের জন্য দোয়া না করা এবং বহু বচনের শব্দ ব্যবহার করা (মুস্তাহাব)।
৩০. দৃঢ় বিশ্বাস রেখে দোয়া করা যে, আল্লাহ তায়ালা আমার দোয়া অবশ্যই ককূল ও মঞ্জুর করবেন (রুকন)। (দোয়ার আদবসমূহ এর মধ্যে অন্যতম)
৩১. অত্যন্ত আগ্রহ ও স্পৃহা নিয়ে দোয়া করা (মুস্তাহাব)।
৩২. হৃদয় উপস্থিত রেখে মনের গভীর থেকে দোয়াকরা এবং ভাল আশা পােষণ করা (রুকন)।
৩৩. একটি দোয়াবার বার করা (মুস্তাহাব)।
৩৪. একটি দোয়া বারবার করার নিম্ন পরিমাণ হল তিনবার করা
৩৫.দোয়ার ক্ষেত্রে পীড়াপীড়ি ও অতিরঞ্জন করা মাকরূহ।।
৩৬. গুনাহ ও আত্মীয়তা ছিন্ন করার দোয়ানা করা ।
৩৭. যে বস্তু আদিকাল থেকে নির্দিষ্ট হয়ে আসছে, তার পরিপন্থী দোয়ানা করা। যেমন হে আল্লাহ! আপনি আমাকে নারী থেকে পুরুষ অথবা পুরুষ থেকে নারী বানিয়ে দিন ।
৩৮. অসম্ভব বস্তুর জন্য দোয়া না করা এবং দোয়ায় সীমালংঘন না করা (শর্ত)।
৩৯. আল্লাহর রহমতকে সংকীর্ণ মনে করবে না (মাকরূহ)। (দোয়ার আদবসমূহ এর মধ্যে অন্যতম)
৪০. নিজের সব প্রয়ােজন চাওয়া (মুস্তাহাব)।
৪১. দোয়ার শেষে উভয় হাত মুখে মলা (মুস্তাহাব)।
৪২. দোয়াকারী ও শ্রবণকারীর আমীন বলা (মুস্তাহাব)।
৪৩. দোয়াকরার পর ত্বরান্বিত করবে না যে, দোয়াহয়ত কবুল হয়নি এমন মনে না করা।

See also  দোয়া কবুলের সময় : কোন সময় দোয়া করলে আমাদের দোয়া বেশি কবুল হয়?

আরো পড়ুন: ‘শবে কদর’ এর ফজিলত ও আমল