জিজিয়া কী? ইসলামি রাষ্ট্রে জিজিয়া কেন প্রবর্তন করা হয়েছে?

জিজিয়া কী ? ইসলামি রাষ্ট্রে জিজিয়া কেন প্রবর্তন করা হয়েছে?

জিজিয়া হচ্ছে ইসলামি রাষ্ট্রে অমুসলিমদের দেওয়া নিরাপত্তা কর। জিজিয়া মাথাপিছু হারে নির্ধারিত হয়ে থাকে। অমুসলিম নাগরিকরা জিজিয়া দেওয়ার মাধ্যমে যুদ্ধে অংশগ্রহণ থেকে অব্যাহতি লাভ করে। জিজিয়া দেওয়ার বদৌলতে মুসলিম শাসকেরা অমুসলিম নাগরিকদের জানমালের নিরাপত্তা প্রদানে অঙ্গীকারাবদ্ধ হয়। তবে নারী, শিশু, বয়ােবৃদ্ধ ও উন্মাদ এবং ধর্মীয় পুরােহিতরা এ করের আওতাভুক্ত নয়।

See also  জামিউল কুরআন : হযরত ওসমান (রা) কে জামিউল কুরআন বলা হয় কেন?