ভণ্ডনবি কারা? ইসলামের ইতিহাসে Apostasy Movement বলতে কী বোঝায়?

ভণ্ডনবি কারা? ইসলামের ইতিহাসে Apostasy Movement বলতে কী বোঝায়?

মহানবি (স)-এর জীবনের শেষ দিকে আসওয়াদ আনাসি এবং আবু বকর (রা) এর ক্ষমতা গ্রহণের পর মুসায়লামা, তােলায়হা এবং সাজাহ নবুয়ত পাওয়ার দাবি করে খিলাফতের সর্বত্র বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরাই ভণ্ডনবি নামে পরিচিত। মহানবি (স)-এর ইন্তেকালে হেজাজ ছাড়া প্রায় পুরাে আরবে ইসলাম ধর্ম ও নবপ্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে প্রচণ্ড বিদ্রোহ শুরু হয়। অনেকে ইসলাম ত্যাগ করে আগের ধর্মে ফিরে যায়। নবুয়তকে লাভজনক মনে করে কিছু ব্যক্তি নিজেদের নবি বলে দাবি করে। অনেক বেদুইন গােত্র জাকাত দানে অস্বীকার করে। এভাবে প্রায় গােটা আরবে খণ্ড বিদ্রোহ দেখা দেয়। রাসুল (স)-এর মৃত্যুর পর আরবের এসব বিদ্রোহী গােত্র এবং ভণ্ডনবি পরিচালিত আন্দোলনকে ইসলামের ইতিহাসে স্বধর্মত্যাগী আন্দোলন (Apostasy Movement) বলা হয়। আর তাদের বিরুদ্ধে খলিফা হযরত আবু বকর (রা) যে অভিযান পরিচালনা করেন তা ‘রিদ্দার যুদ্ধ’ নামে পরিচিত।

See also  খুলাফায়ে রাশেদীন বলতে কী বােঝায় ? খুলাফায়ে রাশেদীন কারা ?

1 thought on “ভণ্ডনবি কারা? ইসলামের ইতিহাসে Apostasy Movement বলতে কী বোঝায়?”

  1. After a few minutes I read this article there are some things that I am not clear on what the sentence means if it can be explained in another article

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *