চর্ম এলার্জি দূর করার উপায়

চর্ম এলার্জি দূর করার উপায় | ঔষধ, লক্ষণ সমূহ

চর্ম এলার্জি দূর করার উপায়, চর্ম এলার্জি দূর করার ঔষধ, চর্ম এলার্জির লক্ষণ সমূহ, কোন কোন জিনিসে চর্ম এলার্জি হতে পারে: চর্ম এলার্জি বা ত্বকে এলার্জি এটি এক ধরনের Skin disease। যখন আমাদের শরীরে কোন একটা নির্দিষ্ট জিনিসের প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখায় তখন সেটিকে চর্ম এলার্জি বলা হয়।

বিভিন্ন কারণে আমাদের ত্বক এলার্জিতে সংক্রমণ হতে পারে যেমন: রক্ত দূষণ, দূষিত বাতাস, জেনেটিক প্রবলেম, দূষিত খাবার ও পানীয়, অপরিষ্কার পরিবেশ ইত্যাদি। যুক্তরাষ্ট্রের National Health Interview Survey (NHIS) তথ্য অনুযায়ী “এলার্জির কারণে দেহের অন্যান্য রোগের সংক্রামণ বেড়ে যেতে পারে। তাই দ্রুত এলার্জি চিহ্নিত করে তা প্রতিকারের চেষ্টা করা উচিত।

 

চর্ম এলার্জি দূর করার উপায়

  • সাধারণত যেসব জিনিসে এলার্জি হয় সেগুলো এড়িয়ে চললে এলার্জি থেকে মুক্তি থাকা যায়।
  • তবে কোন খাবারে এলার্জি হলে সেটি খাওয়া একেবারে বন্ধ না করে আস্তে আস্তে তা খাওয়ার অভ্যাস করতে হবে। তাহলে এলার্জি থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। 
  • এছাড়াও চর্ম এলার্জি থেকে মুক্তি পেতে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা
  • ধুলাবালি ও পোকামাকড় প্রতিরোধ করা, যাদের ধুলাবালিতে এলার্জি আছে তারা বাহিরের যাওয়ার সময় পরিষ্কার মাকস ব্যবহার করা
  • পোষা প্রাণীদের সংস্পর্শে আসার সময় হাতে গ্লাভস ও মুখে মাকস পরিধান কর ইত্যাদি। 

যদি বুঝতে পারেন তারা এলার্জি হয়েছে তাহলে দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। চিকিৎসক রক্ত পরিক্ষা ও প্যাচ টেস্ট করে শরীরের এলার্জির উপস্থিতি নিশ্চিত করবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিবেন। 

 

চর্ম এলার্জি দূর করার ঔষধ

ডা. তাসনিম জারা বলেন ” চর্ম এলার্জি দূর করতে এন্টি হিস্টামিন সেবন করা যেতে পারে। এটি মুলতে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্তা অর্থাৎ হিস্টামিনকে রুখতে ব্যবহার করা হয়। এন্টি হিস্টামিন জাতীয় অনেক গুলো ঔষধ রয়েছে।  যা এলার্জি যাবতীয় রোগকে কমাতে সাহায্য করে। যদি আগে থেকে এলার্জির লক্ষণ বুঝা যায় তাহলে পূর্বে থেকে এন্টি হিস্টামিন খেলে এলার্জি থেকে মুক্তি থাকা যায়”।

See also  ওজন কমানোর সহজ উপায়: দ্রুত ওজন কমানোর ১২টি সবচেয়ে সহজ উপায় ।

এছাড়াও SKF নিবেদিত প্রথম আলোর, ত্বক আলাপনের ৪র্থ পর্বে উপস্থিত বিশেষ অথিতি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ জুবাইদা আখতার বলেন ” চর্ম এলার্জির কিছু ঔষধ আছে যা প্রিকশন হিসেবে মৌসুম পরিবর্তনের সময় সবনের নির্দেশ দেন বিশেষজ্ঞরা। এর মধ্যে মন্টিলুকাস খুবই পরিচিত একটি ঔষধ। যা রোগীদের দীর্ঘ দিন ধরে ব্যবহার করতে বলা হয়”। 

সুতারং: এলার্জি হলে বিচলিত না হয়ে এলার্জির সঠিক লক্ষণ খুঁজে বের করে তার চিকিৎসা নেওয়াটা জরুরী। 

আরো পড়ুন :

সংখ্যা পদ্ধতি কি

 

চর্ম এলার্জির লক্ষণ সমূহ

প্রত্যেকটা রোগের অলাদা কিছু লক্ষণ বা উপসর্গ রয়েছে যার দ্বারা ঐ রোগকে অন্য রোগ থেকে আলাদা করা যায়। তেমনি চর্ম এলার্জির ও আলাদা কিছু লক্ষণ রয়েছে। যার দ্বারা আপনি বুঝতে পারবেন আপনি এলার্জিতে আক্রান্ত কিনা। যেমন:

  1. ত্বক লালচে বা ফোলা ফোলা হওয়া
  2. আতিরিক্ত মাত্রায় ত্বক চুলকানো
  3. ত্বকে ব্রণের মতো ফুসকুড়ি হওয়া
  4. ত্বকের রং পরিবর্তন হওয়া
  5. ত্বক জ্বালা জ্বালা করা
  6. চোখ দিয়ে পানি পড়া
  7. অনবরত হাঁচি দেওয়া
  8. পেট ব্যথা বা শ্বাসকষ্ট ইত্যাদি

 

কোন কোন জিনিসে চর্ম এলার্জি হতে পারে

এলার্জি প্রতিকারের চেয়ে তা প্রতিরোধ করায় উত্তম। প্রত্যেক মানব দেহে ইমিউনিটি সিস্টেম ওপর নির্ভরশীল। যা আমাদের শরীরকে ভিবিন্ন ধরণের ক্ষতিকারক পদার্থ থেকে রক্ষা করে। যদি কোন কারণে এই রোগ প্রতিরোধ ব্যবস্থা কোন একটি নির্দিষ্ট জিনিসকে ক্ষতিকর ভেবে তার প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখায় তখন সেটিকে এলার্জি বলা হয়। চর্ম এলার্জি দূর করতে প্রথম জানতে হবে এলার্জি কেন হয় বা কোন কোন জিনিসের প্রতি এলার্জি হয়। তাহলে তা প্রতিকার করা সম্ভব। সাধারণত যেসব বস্তুর প্রতি এলার্জি দেখা দেয় তাহলো:- 

  • ইলিশ মাছ
  • গরুর মাংস
  • চিংড়ি
  • বেগুন
  • বাদাম
  • ডিম বা দুধ
  • পশু-পাখির সংস্পর্শে
  • ফুলের রেণু
  • কীটনাশক
  • ভিবিন্ন ধরনের ঔষধ
  • ডাস্ট মাইট 
  • চত্রাক
  • মুখে প্রসাদনি ব্যবহার
  • সূর্যরশ্মি ইত্যাদি।
See also  এলার্জি দূর করার উপায় | হঠাৎ এলার্জি, কারণ কি, ঔষধ

 

আমার শেষ কথা: চর্ম এলার্জি দূর করার উপায়, আশা করি এই সম্পর্কে আপনার মূল্যবান প্রশ্নের উত্তর জানতে পেরে উপকৃত হয়েছেন। আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।

মানুষ যা লিখে জানতে চায় : চর্ম এলার্জি দূর করার উপায়,চর্ম এলার্জি দূর করার উপায় কি,চর্ম এলার্জি দূর করার ঔষধ,চর্ম এলার্জির লক্ষণ সমূহ,কোন কোন জিনিসে চর্ম এলার্জি হতে পারে,চর্ম রোগের লক্ষণ,এলার্জি হলে কি কি সমস্যা হয়,চর্ম রোগ সারানোর উপায়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *