ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওসমান (রা) কে গণি বলা হয় কেন?
হযরত ওসমান (রা) তৎকালীন আরবের শ্রেষ্ঠ সম্পদশালীদের একজন ছিলেন। তাই তাকে গণি (ধনী) বলা হয়। হযরত ওসমান (রা) ছিলেন একজন বড় ব্যবসায়ী। তার অঢেল সম্পদ তিনি ইসলাম ও মুসলমানদের কল্যাণে ব্যয় করেন। জাহেলিয়া যুগেও তিনি পরােপকার ও বদ্যান্যতার জন্য বিখ্যাত ছিলেন। মুসলমানদের পানির কষ্ট দূর করতে তিনি ২০,০০০ দিরহাম ব্যয় করে মদিনার বিখ্যাত ‘বীররুমা’ কিনে দেন এবং সংস্কার করেন। তাছাড়া তিনি তাবুক যুদ্ধে ১০ হাজার সৈন্যের ব্যয় ভার বহন করে। তিনি প্রায় দুই হাজার ক্রীতদাসকে দাসত্ব মুক্ত করেন। সুতরাং বোঝা যায় হযরত ওসমান (রা) একজন ধনী ব্যক্তি ছিলেন এবং এজন্যই তাকে গণি বলা হতাে।