হযরত ওসমান (রা) কীভাবে পানীয় জলের অভাব দূর করেন?

হযরত ওসমান (রা) কীভাবে পানীয় জলের অভাব দূর করেন?

মদিনার বিখ্যাত রুমা কৃপটি ক্রয় করে হযরত ওসমান (রা) মদিনাবাসীর পানীয় জলের অভাব দূর করেন। মহানবি (স)-এর নেতৃত্বে মুসলমানরা ৬২২ খ্রিষ্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করে । মদিনায় পানীয় জলের অভাব ছিল প্রকট। পানীয় জলের অভাব দূর করার জন্য মহানবি (স)-এর নির্দেশে ইসলামের তৃতীয় খলিফা সম্পদশালী হযরত ওসমান (রা) কূপ কেনার জন্য অর্থ প্রদান করেন। ওসমান (রা)-এর দেওয়া ১৮,০০০ দিরহামের মাধ্যমে মদিনাবাসীর পানির সংকট দূর করার জন্য ‘বীর রূমা’ ক্রয় করা হয়। পরে আরও ২০০০ দিরহাম দিয়ে তিনি এ কূপটি সংস্কার করেন।

See also  খলিফা আবু জাফর আল মনসুর এর (৭৫৪-৭৭৫ খ্রি.) পরিচয়, চরিত্র ও কৃতিত ।