الله: (আল্লাহ) আসমাউল হুসনা নামের ফযিলত।
উপকারিতা: যে ব্যক্তি প্রতিদিন এক হাজার বার يا الله পাঠ করবে, তার দৃঢ়তা ও ইয়াকীন লাভ হবে। যে দূরারােগ্য রােগী অধিকহারে يا الله এর ওযীফা পাঠ করবে এবং তার পর আরােগ্যের দুআ করবে, তার পূর্ণ আরােগ্যতা লাভ হবে।
আসমাউল হুসনার সম্পর্কে জানতে: আসমাউল হুসনা:- আল্লাহ তায়ালার আসমাউল হুসনা নামের ফযিলত।