Vigorous Savant

মাওয়ালি নীতি বলতে কী বােঝায়? কোন খলিফা মাওয়ালি নীতি বাদ করে দেন?

Please Share The Post

মাওয়ালি নীতি বলতে কী বােঝায়? উমাইয়াদের কোন খলিফা মাওয়ালি নীতি বাদ করে দেন?

উমাইয়া খলিফারা মাওয়ালিদের (নওমুসলিম) জন্য যে নীতি গ্রহণ করেছিলেন তাকেই মাওয়ালি নীতি বলা হয়। উমাইয়া খলিফা দ্বিতীয় ওমরের আগ পর্যন্ত মাওয়ালিদের দ্বিতীয় শ্রেণির মুসলমানের মর্যাদা দেওয়া হতাে। খলিফা আবদুল মালিক তাদের ওপর জিজিয়া ও খারাজ আরােপ করেন। কিন্তুু দ্বিতীয় ওমর ক্ষমতায় আরােহণ করে তাদের প্রতি এ নাতি পরিহার করেন। তিনি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মাওয়ালিদের নিয়ােগ দেন। এছাড়া তাদের ওপর অতিরিক্ত কর রহিত করেন। উমাইয়ারা আফ্রিকানদের কাছ থেকে যে নিষ্ঠুর শিশুকর আদায় করত তাও তিনি রহিত করেন।

 

আরো জানুন:

ওমর বিন আবদুল আজিজ কে পঞ্চম ধার্মিক খলিফা বলা হয় কেন?

উমাইয়া সাধু বলতে কী বােঝায়? কোন খলিফাকে উমাইয়া সাধু বলা হয়?

আব্বাসি আন্দোলন

আব্বাসি আন্দোলন ও উমাইয়াবিরোধী তৎপরতা, সেই সাথে তাদের পরিচয় ।

আবুল আব্বাস আস সাফফাহ (রক্তপিপাসু) এর পরিচয়, চরিত্র ও কৃতিত্ব ।

খলিফা আবু জাফর আল মনসুর এর (৭৫৪-৭৭৫ খ্রি.) পরিচয়, চরিত্র ও কৃতিত ।

খলিফা আবদুল মালিক এর পরিচিতি, খিলাফত, সাম্রাজ্য সুদৃঢ়ীকরণ ও সম্প্রসারণ

রাজেন্দ্র: খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র (’Father of kings’) বলা হয় কেন?

খলিফা আব্দুল মালিকের চরিত্র ও কৃতিত্ব। উমাইয়া খিলাফতের পঞ্চম খলিফা….

  আবদুল মালিকের শাসননীতি ও সংস্কার। দিউয়ানুল রাসায়েল

Please Share The Post

Leave a Comment