ওমর বিন আবদুল আজিজ কে পঞ্চম ধার্মিক খলিফা বলা হয় কেন?
খলিফা ওমর বিন আবদুল আজিজ উমাইয়া শাসনামলে খুলাফায়ে রাশেদিনের শাসনব্যবস্থা চালু করায় তাকে ইসলামের পঞ্চম ধার্মিক খলিফা বলা হয়। উমাইয়া খলিফাদের শাসনব্যবস্থা ছিল ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা ও নিষ্ঠুরতায় পরিপূর্ণ। খলিফা ওমর বিন আবদুল আজিজ সিংহাসনে আরােহণ করে তাদের এ শাসননীতির স্থলে কুরআন ও সুন্নাহভিত্তিক শাসন চালু করেন। তিনি অপরাপর উমাইয়া খলিফাদের ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা ও নিষ্ঠুরতা পরিহার করে প্রজাদের কল্যাণে শাসন পরিচালনা করেন। এমনকি নিজের স্ত্রীর গহনাদিও রাষ্ট্রীয় কোষাগারে জমা করেন। ন্যায়পরায়ণ ও ধার্মিক শাসক হিসেবে ওমর বিন আবদুল আজিজ ইসলামের ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছেন। এসব কারণে তাকে খুলাফায়ে রাশেদিনের পর পঞ্চম ধার্মিক খলিফা বলা হয়।
আরো জানুন:
আব্বাসি আন্দোলন ও উমাইয়াবিরোধী তৎপরতা, সেই সাথে তাদের পরিচয় ।
আবুল আব্বাস আস সাফফাহ (রক্তপিপাসু) এর পরিচয়, চরিত্র ও কৃতিত্ব ।
খলিফা আবু জাফর আল মনসুর এর (৭৫৪-৭৭৫ খ্রি.) পরিচয়, চরিত্র ও কৃতিত ।
খলিফা আবদুল মালিক এর পরিচিতি, খিলাফত, সাম্রাজ্য সুদৃঢ়ীকরণ ও সম্প্রসারণ
রাজেন্দ্র: খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র (’Father of kings’) বলা হয় কেন?
খলিফা আব্দুল মালিকের চরিত্র ও কৃতিত্ব। উমাইয়া খিলাফতের পঞ্চম খলিফা….
আবদুল মালিকের শাসননীতি ও সংস্কার। দিউয়ানুল রাসায়েল |