বিটকয়েন কিভাবে ইনকাম করবো

বিটকয়েন ইনকাম : বিটকয়েন উপার্জন করার সহজ উপায় সমূহ।

বিটকয়েন কিভাবে ইনকাম করবো?
বিটকয়েন এর মাধ্যমে উপার্জন করার অনেক উপায় রয়েছে। আমরা অনেকেই বিটকয়েন সম্পর্কে সঠিক ভাবে জানতে পারি না।
কিন্তু বিটকয়েন এর মাধ্যমে উপার্জন এর জন্য আমাদের বিটকয়েন সম্পর্কে অনেক বেশি তথ্য জানতে হবে। তাই আজকে
বিটকয়েন কিভাবে ইনকাম করবো এই প্রশ্নটার সঠিক উত্তর জানানোর জন্য এই আর্টিকেলটি লিখতে বসলাম। আপনি পুরো
আর্টিকেলটি পড়ার মাধ্যমে এটার সমন্দে আরো অনেক বিস্তারিত জানতে পারবেন। চলুন শুরু করা যাক।
বিটকয়েন থেকে উপার্জন করার উপায় সমূহ।
বিটকয়েন এর মাধ্যমে উপার্জনের একাদিক উপায় রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উপায় গুলো আপনার সুস্পষ্ট ভাবে জানা উচিত।
সকল উপায় গুলো জেনে রাখলে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি নিয়ম অনুসরণ করে বিটকয়েন এর মাধ্যমে
উপার্জন চালিয়ে যেতে পারবেন।
আবার কোনো উপায় অবলম্বন করে আপনি সফল না হলে অন্য একটি নিয়ম আবার অবলম্বন করে চেষ্টা করতে পারেন। তবে
আমরা আশা করবো আপনি এখানে উপায় গুলো থেকে সঠিক ধারণা নিয়ে উপার্জন করতে সক্ষম হবেন।
বিটকয়েন মাইনিং-
এই পদ্ধতিকে বিটকয়েন এর বদলে বিটকয়েন উৎপাদন বলা হয়। কারণ এই পদ্ধতিতে শক্তিশালী কম্পিউটার এর সাহায্যে
কম্পিউটারের গ্রাফিক্সকে কাজে লাগিয়ে বিটকয়েন উৎপাদন করা হয়।
যারা প্রফেশনাল ভাবে বিটকয়েন এর মাধ্যমে উপার্জন এর কথা ভাবছেন তাদের জন্য বিটকয়েন মাইনিং সব থেকে সুন্দর উপায়।
বিটকয়েন এর বড়ো ব্যাবসায়ীরা বিটকয়েন মাইনিং করেই তাদের উপার্জন বৃদ্দি করে থাকেন।
তবে এই পর্যায়ে সব থেকে বড়ো সমস্যা হলো একটি শক্তিশালী কম্পিউটার তৈরি করা যা অনেক খরচ সাপেক্ষ। যদিও বাংলাদেশ
এর মতো দেশ গুলোতে কম্পিউটার এর খরচ এর পাশাপাশি বিদ্যুৎ এর খরচ অনেক বেশি হয়ে থাকে। কিন্তু বিশ্বের অনেক
দেশেই বিদ্যুৎ এর খরচ অনেক কম হওয়াতে সেসব দেশ গুলোতে বিটকয়েন মাইনিং এর প্রুচুর কাজ করা হয়।
বিটকয়েন মাইনিং করে উপার্জিত বিটকয়েন বিক্রি করার মাধ্যমে উপার্জনের মূল টাকা হাতে আনা সম্ভব হয়। কিন্তু এই পদ্ধতিতে
উপার্জনের জন্য শক্তিশালী কম্পিউটার এর সাথে শক্তিশালী গ্রাপিক্স কার্ড এর প্রয়োজন হয়। এতে রুম ভর্তি অনেক গ্রাপিক্স কার্ড
লাগলেও সারাদিন ১ বিটকয়েন এর বেশি উপার্জন করা যায়না।
আমাদের দৈনন্দিন ব্যবহার করা কম্পিউটার এর মাধ্যমে যদি বিটকয়েন মাইনিং করতে যাই তাহলে ১ বিটকয়েন উপার্জন করতে
কয়েক বছর লেগে যেতে পারে।এটি অনেক খরচ সাপেক্ষ হওয়ার কারণে অনেকেই এই পদ্ধতিটি ব্যবহার করতে ইছুক হয় না।
শেয়ার বাজার এর মাধ্যমে বিটকয়েন উপার্জন-
আমরা অনেকেই শেয়ার বাজার সম্পর্কে শুনেছি। আমরা জানি শেয়ার বাজারে বিনিয়োগ করার মাধ্যমে অনেক উপার্জন করা
সম্ভব।তাই বর্তমানে অনেকেই শেয়ার বাজারের মাধ্যমে বিটকয়েনে বিনিয়োগ করে থাকেন। কারণ শেয়ার বাজারে বিনিয়োগ করলে
যেই পরিমান ঝুঁকি থাকে বিটকয়েনের মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগ করলে একই পরিমান ঝুঁকি থাকে না।
স্বাভাবিক শেয়ার বাজার থেকে বিটকয়েনের শেয়ার বাজার কিছুটা নিরাপদ। কারণ স্বাভাবিক শেয়ার বাজারের দরপতন অনেক
তাড়াতাড়ি হতে পারে কিন্তু বিটকয়েন এর দরপতন হলেও তা তাড়াতাড়ি হয়না বরং অনেক আস্তে আস্তে দাম কমতে থাকে।
আপনার যদি শেয়ার বাজার সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে আপনি বিটকয়েনে বিনিয়োগ করতে পারেন। বর্তমানে যারা অল্প
খরচ এর বিটকয়েনে বিনিয়োগ করেছে তারা অনেক বেশি উপার্জন করতে পেরেছে। আপনার শেয়ার বাজার সম্বন্ধে ভালো ধারণা
না থাকলে বিটকয়েন এর মাধ্যমে বিনিয়োগ করা উচিত হবে না।
বিভিন্ন ওয়েবসাইটে থেকে বিটকয়েন উপার্জন-
অনেক ওয়েবসাইট আছে যারা বিটকয়েন এর মাধ্যমে তাদের অস্থায়ী কর্মীদের কাজের অর্থ পরিশোধ করে থাকে। এসব ওয়েবসাইট
এর মধ্যে বেশি পাওয়া যায় সার্ভে করার ওয়েবসাইট। এগুলোর মাধ্যমে আমাদের মতো দেশের মানুষ দের কাজ করা কঠিন হয়ে
যায়। কারণ এসব প্রতিষ্টান গুলো বেশিরভাগ আমেরিকা ভিত্তিক হয়ে থাকে। তবে কাজ করতে পারলে কাজের থেকে উপার্জনকৃত
বিটকয়েন সহজেই বাংলাদেশে আনা যায় এবং তা সহজেই টাকাতে রূপান্তর করা যায়।
তার পরেও কিছু ওয়েবসাইট এর মাধ্যমে আমরা উপার্জনের চেষ্টা করতে পারি। কিছু অ্যাড কোম্পানি রয়েছে যারা উপার্জিত অর্থ
বিটকয়েন এর মাধ্যমে পরিষদ করে থাকে। আমরা সেসব অ্যাড কোম্পানি এর অ্যাড আমাদের ওয়েবসাইটে ব্যবহার করে
বিটকয়েন উপার্জন করতে পারি। আপনি গুগলে খোঁজার মাধ্যমে খুঁজে এসব অ্যাড নেটওয়ার্ক গুলো পেতে পারেন।
মোবাইল অ্যাপ এর মাধ্যমে বিটকয়েন উপার্জন-
বর্তমানে কিছু মোবাইল অ্যাপ বিটকয়েন উপার্জনের সুযোগ দিয়ে থাকে। আমাদের দেশের ছাত্র-ছাত্রীরা সহজেই কোনো প্রকার
বিনিয়োগ ছাড়া এসব অ্যাপ এর মাধ্যমে বিটকয়েন উপার্জন করে সহজেই তা টাকাতে রূপান্তর করে বাড়তি আয় করে থাকে।
আপনি এসব মোবাইল অ্যাপ খুঁজে ছোট ছোট কাজ করার মাধ্যমে বিটকয়েন উপার্জন এর চেষ্টা করতে পারেন। এটি একটি সহজ
উপায় যা করতে আপনাকে কোনো প্রকার বিনিয়োগ করতে হবে না।
কিন্তু একটি বিষয় জেনে রাখা ভালো এসব অ্যাপ গুলোর মধ্যে বেশিরভাগ গুলোই পেমেন্ট করে না। আপনাকে সঠিকটা খুঁজে বের
করতে হবে কোনটা পেমেন্ট করে এবং কোনটা পেমেন্ট করে না। অ্যাপ এর মাধ্যমে কাজ করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক
বেশি।
এসব নিয়ম গুলোর বাইরেও অনেক নিয়ম রয়েছে বিটকয়েন এর মাধ্যমে উপার্জন করার। কিন্তু সব উপায় গুলো সঠিক এবং
লিগ্যাল না। এছাড়াও আপনি শেয়ার বাজারে বিটকয়েন বিনিয়োগ করলেও আপনার লস হতে পারে যদি আপনি সতর্ক না থাকেন।
তাই বিটকয়েন এর মাধ্যমে উপার্জন করতে আপনাকে সবসময় অনেক বেশি সতর্ক থাকতে হবে। তাহলে আপনি প্রতারিত হবেন
না।
শেষ কথা
বিটকয়েন আমাদের বাংলাদেশে সরকার কর্তৃক বৈধ না। আমরা কেউ বিটকয়েন এর মাধ্যমে উপার্জন করলেও আমাদের সবসময়
সতর্ক থাকতে হবে। বিটকয়েন এর মাধ্যমে লেনদেন জন্য কোনো মদ্যস্ত প্রতিষ্ঠান নেই। কোনো মদ্যস্ত প্রতিষ্ঠান না থাকার কারণে
বিটকয়েন এর লেনদেন করলে অনেক প্রতারিত হতে হয়। তাই আমরা সতর্ক থাকলে এবং বুজে লেনদেন করলে আমরা প্রতারিত
হবো না।
See also  সিপিএ মার্কেটিং কি? কিভাবে শুরু করবেন CPA Marketing? বিস্তারিত জানুন 

1 thought on “বিটকয়েন ইনকাম : বিটকয়েন উপার্জন করার সহজ উপায় সমূহ।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *